স্তব্ধ রাতে তোমার হৃদপিন্ডের পাল্স পড়ে দিতে পারি
অথবা অনুবাদ করে দিতে পারি তোমার নিশ্বাসের।
বলেদিতে পারি ধমনীতে প্রবাহিত রক্ত কণিকায় কতক্ষানি মিশিয়েছো আমায়!
অথচ!
অামার উদোম গলায় ভালোবাসি, ভালোবাসি বলে রাত দিন এককরাটা আজো বুঝে নিতে পারোনি।
মেনে নিতে পারোনি, মাদকের মতো প্রতিদিন হৃদপিন্ডদিয়ে চুষে নিতাম।
অনুভব করতে পারোনি, আমার অনুভুতির দেয়াল জুড়ে তোমার বিজ্ঞাপন।
#ভালোবাসার ফেরিওয়ালা
অথবা অনুবাদ করে দিতে পারি তোমার নিশ্বাসের।
বলেদিতে পারি ধমনীতে প্রবাহিত রক্ত কণিকায় কতক্ষানি মিশিয়েছো আমায়!
অথচ!
অামার উদোম গলায় ভালোবাসি, ভালোবাসি বলে রাত দিন এককরাটা আজো বুঝে নিতে পারোনি।
মেনে নিতে পারোনি, মাদকের মতো প্রতিদিন হৃদপিন্ডদিয়ে চুষে নিতাম।
অনুভব করতে পারোনি, আমার অনুভুতির দেয়াল জুড়ে তোমার বিজ্ঞাপন।
#ভালোবাসার ফেরিওয়ালা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন