শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯

অদৃশ্য প্রলোভন

আজ তো আমার কাঁদার কথা, কই আমি তো কাঁদিনি।
কতবার বলেছিলেম তুমি চলে গেলে সইতে পারবোনা।
কই আমার তে কিছুই হয়নি।
কত বার বলেছিলেম তুমি মাথায় হাত না বুলালে ঘুমাবোনা, আজো আমার ঘুম ভাঙ্গে রাত পেরিয়ে দুপুর অবদি।
কত বার বলেছিলেম তুমি না খেলে জল ও স্পর্শ করবো না। এখনো বেহায়ার মত খেয়ে যাচ্ছি।
কত বার বলেছিলেম তোমায় ছাড়া বাচবোনা , কই এখনো তো নিলজ্জের্র মত বেচে আছি।
সবি ছিলো তেমাকে একান্তে কাছে যাওয়ার মিথ্যে প্রলোভন। নিজের তৃষ্ণা মেটানোর সফল কায়দা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

It is a personal expression of social media. Expressions are expressed in the context.

এই ব্লগটি সন্ধান করুন

আমার ব্লগ তালিকা

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

অনুসরণকারী