এমন একটি তোমাকে চাই
রুদ্র গোস্বামী
আমি এমন একটি তোমাকে চাই
যে তুমি আমার বুকের ভিতরের পাহাড়টিকে
পিটিয়ে
বার করে আনবে ঝরনার জল।
আমি এমন একটি তোমাকে চাই
যে তুমি আমার সব মিথ্যে গুলোকে পুড়িয়ে
আমাকে অভিমান শেখাবে, বৃষ্টি শেখাবে।
আমি এমন একটি তোমাকে চাই
যে তুমি শিকল ছাড়াই শুধু হাতের বাঁধনে
বাঁধবে আমাকে।
আমি এমন একটি তোমাকে চাই
যে তুমি জানাবে আমাকে, আমি আদিগন্ত মানুষ
আমাকে ভালোবাসা যায়।
আমি এমন একটি তোমাকে চাই
যে তুমি, আমাকে আকাশ বানিয়ে রাখবে
তোমার বুকের কাছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন