অবাক পথ চলা- ফি রো জ পা টো য়া রী
রাজশ্রী
অনেকটা পথ
তোমার সাথে চলেছি
অনেকটা সময়
তোমার সাথে হেটেছি
তোমার সাথে
অনেক কথা বলেছি
তুমি আমায় অনেক
সময দিয়েছ
সব ভুল আমিই করেছি
ভালবাসার অপরাধ গুলো
দাড়ুনভাবে বুঝিয়েছ
তুমি এমনটা না করলেও পাড়তে
তোমার এমন খেলা আরকত দেখব
বল ছন্দহীণ কবিতায় আর কি লিখব।
7 আগস্ট, 2013
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন