কষ্ট ও আমি
এইতো সে দিন!
আমি আর আমার কষ্ট হাত ধড়ে হটছিলাম মৃদু এক
জোছনায়।
হাধকা জোছনায় গা ভিজিয়ে ভালবাসর কিছু
নরম আলাপন।
দুজকে আরো কাছে এনেদিলো, কষ্ট আর আমার
সম্পর্ক অনেক আগে থেকে, খুবি অন্তরঙ্গ হম্পর্ক।
কষ্ট ছাড়া আমার এক মূহুর্ত ও চলেনা।
কষ্টকে স্পর্শ না করলে তো আমার দিনই শুরু হয় না!
রোজি তাকে স্পর্শ করে আমি আমার
প্রতিদিনের কাজ শুরু করি।
আমি না চাইলেইও ও এসে হাজির হয় আমার
কাছে| মাঝে মাঝেতো কশ্টের কাছে কষ্ট
পেয়ে নিজেকে আড়ালে রাখি, কই তাতে কি
সে এসে আবার হাছিড়!
তবে এখন কশ্টই আমার সব ওকে ছাড়া থাকতেই কষ্ট
হয়! প্রতিদিনের জিবনে কষ্ট আমার আনন্দের
সঙ্গী!!
ভালবাসি কষ্ট।
31 অক্টোবর, 2013
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন