পূর্ণিমার অন্ধকার ।। শুভ্রজিৎ বড়ুয়া
এখানে অন্ধকার, বাইরে পূর্ণিমার চাঁদ
অনেকের জীবন হয়তো বদলে যাবে
অনেকের জীবনে আসবে না কোনো বিস্ময়;
আমার আত্মার ভেতরে ভালোবাসা, বসন্তের প্রলাপ
কোনো ঝড় বদলাবে না এ অভ্যাস।
রাতের রাস্তায় ছড়িয়ে পড়ছে রূপালী আলো
এবং আমার আত্মার ছিন্ন-বিচ্ছিন্ন পঙ্কতিমালা,
একটি দুঃস্বপ্নের মতো তারা মিশে যাচ্ছে
মৃত্যুর মতো জন্মের নিবিড় সম্পর্কে।
সবুজ ঘাসের উপর কুয়াশা শুয়ে আছে
তার উপরে আমার নিথর দেহ,
আমার কোনো অনুভূতি নেই
সব যেন হারিয়ে গেছে বিষাদের মিছিলে।
এ নয় আমার খেয়ালী চিন্তা, নয় কোনো প্রলাপ;
বাইরে কী সুন্দর পূর্ণিমা!
আমার চারপাশে ঘন অন্ধকার।
হয়তো কাল বদলে যাবে অনেকেই,
কারো জীবনে হয়তো আসবে না কোনো বিস্ময়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন