সোমবার, ১০ জুন, ২০১৯

জিজীবিষা মুভি থেকে সংকলিত

দেহের শিকড় গিয়েছে নেমে
বহুযুগ আগের পাতালে,
এদেশের কাঞ্চন জংখ
বহুযুগ দেখিনি সূর্যদয়,
এখন বুক জুড়ে ঢেউ ওঠে না
মন্থনে জাগে ভয়।
এ শরীর আজ ভিজেছে প্রথমবার বর্ষায়
এ শরীর মাটি শোধা গন্ধে অবুজ
এ শরীরের কানায় কানায় প্রেম
এ শরীরের উপত্যকায় আজ লাভা
আজ সর্বহারার দু'হাতে আকুতি
কান্না ভেজা কাব্যে।
মন চলে নিজন নিকেতনে
কাঙগালিনীর সৌভাগ্যে,
অনেক ত হল পথ চলা
অনেক স্বপ্ন স্বপ্ন খেলা
রাত পরীদের ভীরে এসিড জলে ভেজা
আমার ক্লন্ত পায়ে নোখে,
আজ রক্তের রঙ মিথ্যে,
আজ শেকল কাটা ঠোঁটে
সব কালশিরে দের বায়নায়
নিজেকে চিনে নেওয়া
সেই মন কেমনের আয়নায়।
এ শরীর চিনেছে এক অবুঝ নড়াচড়া,
এ শরীরে ফুটছে নিস্পাপ কোনো ফুল,
এ জীবন সত্য যুগের শেষে,
এ শরীরে মধ্যযুগীয় ভুল।
আমার নির্লজ্জ দেহে
এখন মেঘের পালক ভারী
পাজর খুবলে হৃদয় বলছে,
তুমি এবার সংসারী।
আঙুলের ফাকে গলেছে এক মুঠো বালি
আরো কিছু মুঠো সময়,
কিছু মিথ্যে আধিক্ষেতায়,
আজ মুঠো খোলে দেখি হারানো আংটি।
অনেক ত হল পথ চলা,
রাত জেগে অনেক সীতা হরন পালা
আজ সাঙ্গপালা।
শতাব্দী প্রাচীন সকুন তলায়
শেষ হয়নি পথ চলা
আজ আলোক বর্ষ পেরিয়ে আবার
তোমার কাছে ফেরা
এবার সত্যিই ঘরে ফেরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

It is a personal expression of social media. Expressions are expressed in the context.

এই ব্লগটি সন্ধান করুন

আমার ব্লগ তালিকা

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

অনুসরণকারী