মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯

তুমি নেই, তবুও আমি

তুমি নেই, তবুও আমি
ফ রি দা ই য়া স মি ন

জানো,
এখনো আমার সকাল হয়, রোজ ঘুম থেকে জাগি।
দেখেছো তুমি নেই বলে চিরতরে ঘুমিয়ে
যাইনি!
খালি মাঝে মাঝে সকালটা একটু বিমর্শ মনে হয়।
আমি না এখনো খুব হাসি, অট্ট হাসি, মৃদু হাসি
বুজেছো,
হাসতে ও ভুলে যাই নি!
শুধু মাঝে মাঝে হাসি শেষে মুখটা একটু মলিন হয়।
চাঁদটাকে আর দেখবো না বলে ঠিক করেছিলাম,
কিন্তু কেমন করে যেনো চোখে পরে গেলো,
জানো,
চাঁদের আলো না একটু ও ফ্যাকাসে হয়নি,
শুধু তোমার হাত ধরে আমার জোৎনায় স্নান করতে
ইচ্ছে হয় নি।
জানো,
আমি না এখনো স্বপ্ন দেখি,
সুখি হওয়ার স্বপ্ন।
সেই স্বপ্নে এখন আর তুমি থাকো না,
তোমার জায়গাটা কেমন যানি অস্পষ্ট আর
ঘোলাটে দেখায়।
দেখেছো স্বপ্ন দেখতেও ভুলে যাইনি!
তুমি কি ভেবেছো
আমি তোমায় ঘৃনা করি?
এতোটা বোকা আমি কি করে হই বলো?
ঘৃনাতো ভালোবাসাকে বারায় বহু গুনে।
তুমি যার হাত ধরেছো,
কেমন করে ধরেছো যানি না!
আমি কিন্তু শক্ত করে ধরবো,
দেখলে তো,
বেঁচে থাকতে ও ভুলিনি!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

It is a personal expression of social media. Expressions are expressed in the context.

এই ব্লগটি সন্ধান করুন

আমার ব্লগ তালিকা

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

অনুসরণকারী