মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯

বুকের বা'পাশে আগুন

ভেন্টিলেটরের ফাঁকে ফাঁকে আলো এসে
আছরে পরছে আমার অন্ধকার ঘরে।
হালকা আলোর আভায় ঘরখানি মৌ মৌ।
চোখ মেলে শুয়ে আছি,
আর আলোর সাথে ঈসারায় কথা বলছি।
তখন মাঝ রাত পেরিয়ে যাচ্ছিল।
.
.
.
.
.
.
.
.
এইতো সে দিন এক বন্ধুকে টেলিফোনে
বলেছিলাম
আমিঃ দোস্ত রাস্তায় ফায়ার ব্রিগ্যাডের যত
গাড়ি আছে সব আমার ঠিকানায় পাঠিয়ে দে।
দোস্তঃ কেন কি হইছে?
আমিঃ আগুন লাগছে রে..... বুকে।
দোস্তঃ সে আর নতুন কি......!
ফায়ার ট্যাংক আসে নি
সে দিন কিন্তু চোখের জলেই নিভেছিল।
তবে আজ কেন নয়?
ভেন্টিলেটরের ফাঁকে ফাঁকে আলো এসে পরছে
আমার ঘরে।
15 আগস্ট, 2014, 12:15 PM

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

It is a personal expression of social media. Expressions are expressed in the context.

এই ব্লগটি সন্ধান করুন

আমার ব্লগ তালিকা

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

অনুসরণকারী