সে দূরত্ব চেয়েছিলো
তার দাবি পূরণ করেছি
বুকের মাঝে যে বিশাল শূন্যতাটা সৃষ্টি হলো,
তার প্রতি মনোযোগ দিতে চাইনি
কারণ সেদিকে তাকালেই
সে আমার ভেজা চোখ দুটো দেখে ফেলবে
আমি কাঁদতেই পারি
কষ্টটা আমার ছিলো
তাই বলে সুখের মতো এতেও তাকে ভাগ দেবো
কেন?
তার দাবি পূরণ করেছি
বুকের মাঝে যে বিশাল শূন্যতাটা সৃষ্টি হলো,
তার প্রতি মনোযোগ দিতে চাইনি
কারণ সেদিকে তাকালেই
সে আমার ভেজা চোখ দুটো দেখে ফেলবে
আমি কাঁদতেই পারি
কষ্টটা আমার ছিলো
তাই বলে সুখের মতো এতেও তাকে ভাগ দেবো
কেন?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন