" মনের সংস্কার কাজ চলিতেছে " এই মর্মে
আমার বিজ্ঞাপন যাচ্ছল ক'দিন আগে!
বাহ্! বেশ ভালোই এগুলো আমার মনের সংস্কার।
এখন মনে হয় ভুলেই যাচ্ছি প্রায়,
বেদনার সারাংস।
তোমার অহেতুক আনাগোনা করা স্মৃতি।
চোখের জলে চোখের নিচে নোনা স্তর পরে
যাওয়া দাগও প্রায় মুছে গেছে।
ঘুমের ঘোরে তোমার নাম ধরে ডাকি না আর।
তোমার কথা মনে করে পাজরের হাড় গুলো দুমড়ে
মুচড়ে যেতো,
ফুষফুসে টান হতো।
অনায়াষে চোখে জল আসতো।
এখন আর হয় না এমন কিছু।
শুধু বুকের ব্যাথাটাই রয়ে গেছে।
শুধু চিন চিন করে সারাক্ষণ ঘড়ির কাটার মত।
শুধু চৌচির, চুড়মার হাড় গুলো জোড়া লাগে নাই,
বুঝই তো!
কি পরিমান ক্ষয় ক্ষতি আর ভাংচুর হয়েছে!
তুমি খুব বদলে গেছো,
শুধু রেখে যাওয়া ভালোবাসা আর স্মৃতি গুলো
বদলাতে পারো নি।
এই খুচড়ো ভালেবাসা আর স্মৃতি গুলোকে
লালন পালন করে বড় করে উপহার দিবো তেমার
বাসরে।
মনে আছে সে দিন অঝড়ে কেঁদে ছিলাম
তোমার ভালোবাসার আসরে।
বহুবার চেয়েছি ভুলে যেতে,
শুধু তোমায় ভুলতে পারি নি
এটাই বড় ব্যার্থতা।
একা বেঁচে থাকবো এটাই হবে আমার পূণর্তা।।
আমার বিজ্ঞাপন যাচ্ছল ক'দিন আগে!
বাহ্! বেশ ভালোই এগুলো আমার মনের সংস্কার।
এখন মনে হয় ভুলেই যাচ্ছি প্রায়,
বেদনার সারাংস।
তোমার অহেতুক আনাগোনা করা স্মৃতি।
চোখের জলে চোখের নিচে নোনা স্তর পরে
যাওয়া দাগও প্রায় মুছে গেছে।
ঘুমের ঘোরে তোমার নাম ধরে ডাকি না আর।
তোমার কথা মনে করে পাজরের হাড় গুলো দুমড়ে
মুচড়ে যেতো,
ফুষফুসে টান হতো।
অনায়াষে চোখে জল আসতো।
এখন আর হয় না এমন কিছু।
শুধু বুকের ব্যাথাটাই রয়ে গেছে।
শুধু চিন চিন করে সারাক্ষণ ঘড়ির কাটার মত।
শুধু চৌচির, চুড়মার হাড় গুলো জোড়া লাগে নাই,
বুঝই তো!
কি পরিমান ক্ষয় ক্ষতি আর ভাংচুর হয়েছে!
তুমি খুব বদলে গেছো,
শুধু রেখে যাওয়া ভালোবাসা আর স্মৃতি গুলো
বদলাতে পারো নি।
এই খুচড়ো ভালেবাসা আর স্মৃতি গুলোকে
লালন পালন করে বড় করে উপহার দিবো তেমার
বাসরে।
মনে আছে সে দিন অঝড়ে কেঁদে ছিলাম
তোমার ভালোবাসার আসরে।
বহুবার চেয়েছি ভুলে যেতে,
শুধু তোমায় ভুলতে পারি নি
এটাই বড় ব্যার্থতা।
একা বেঁচে থাকবো এটাই হবে আমার পূণর্তা।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন