রবিবার, ৫ মে, ২০১৯

কবির অনুপস্তিতি- শুভ্রজিৎ

কবির অনুপস্থিতি || শু ভ্র জি ৎ

ত্রিলোক ভেদ করে এসেছি তোমাদের শহরে
সমস্ত অলীক আমার দেখা
আমাকে জানলে
একদিন তোমরাও বলবে-
'আমরা কবিকে দেখেছিলাম।'
আচ্ছা বলতো-
কেন এলাম তোমাদের শহরে?
এখানে তো কোন মায়া নেই,
ভালোবাসার প্রকাশ ছলনায়,
স্বপ্নগুলো দূরাকাশে বন্দী
ছোঁয়া যায় না,
অনাহারিদের আর্তনাদে বাজে ত্রিলোকের
বিউগল;
আমি কি তবে অনাহারিদের আর্তনাদ শুনে এলাম?
না, না; শুধু তা কি হয়?
কত শতেক উদ্দেশ্যে এসেছি
অথচ এখন তার কিছুই মনে নেই!
এক রমণির জালে বন্দি হয়েছি
সে কি তবে সব ভুলিয়ে দিলো!
তবু মনে রেখো,
আমি তোমাদের জন্যই তোমাদের শহরে এসেছি
চলে যাবার পরে শহরের প্রতিটি ছন্দে
আমার নখের দাগ দেখা যাবে;
তখন চিৎকার করে তোমরাও বলবে-
'আমরা কবিকে দেখেছিলাম।'
ত্রিলোক ঘুরে জেনেছি
কোথাও কোন মিথ্যে নেই;
তোমরা যা ভাবো তা মিথ্যে নয়
বেঁচে থাকার একটি পথ।
যত ঘনিষ্টতা বাড়ে মানুষ তত মিথ্যে বলে
কেননা সে দম নিতে চায়।
ত্রিলোকে ঘুরে জেনেছি
কোথাও কোন অপরাধ নেই;
পৃথিবীটাকে ভোগের করেছো বলেই
অক্ষমরা লোভে ডুবে ভোগকারীদের
লুট করে, হত্যা করে।
তোমাদের শহরটা কোন জীব নয়, জড়
তোমাদের রঙে সাজে, তোমাদের তালে বাজে
দোষ দিও না, নিও না
সাজাও নিজের মতো করে;
দেখবে, আমি যা বলেছি তা-ই হবে।
তখনই তোমরা মেতে উঠবে উল্লাসে
জোড়া চোখে গঙ্গা নামিয়ে বলবে-
'আমরা কবিকে দেখেছিলাম'।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

It is a personal expression of social media. Expressions are expressed in the context.

এই ব্লগটি সন্ধান করুন

আমার ব্লগ তালিকা

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

অনুসরণকারী