রবিবার, ৫ মে, ২০১৯

কেউ ভালো রাখেনি - শুভ্রজিৎ

কেউ ভালো রাখেনি - শুভ্রজিৎ

আমাকে কেউ ভালো রাখেনি; না ঈশ্বর, না
মেয়েটি।
সব রাতের মতো গতরাতেও আমি ঘুমাইনি, ঘুমোতে
পারিনি
দেখেছি- আকাশটা অন্ধকারের সাথে পাল্লা
দিয়ে কতটা রাত হয়েছে
বুঝেছি- পাথর কীভাবে অশ্রুজলে শেওলা সবুজে
গড়ে আবরণ।
আমাকে কেউ ভালো রাখেনি; না ঈশ্বর, না
মেয়েটি।
এবার আমি ঘন সবুজের ভেতর থেকে অন্ধকারে চলে
যাবে
তখনো যদি ভালো থাকাটা হয়ে যায় দূষ্প্রাপ্য,
তবে পাথর হয়ে যাবো সবুজ মুখোশের আলিঙ্গনে।
                                         
ডিসি হিল, চট্টগ্রাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

It is a personal expression of social media. Expressions are expressed in the context.

এই ব্লগটি সন্ধান করুন

আমার ব্লগ তালিকা

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

অনুসরণকারী